১০ম বার্ষিকী ত্রৈমাসিক বিবর্তন কে অভিনন্দন। পাশাপাশি প্রবারণার মৈত্রীময় শুভেচ্ছা সবাইকে। একটা সাময়িকীর জন্য দশটা বছর কম নয় জানি, এরিমধ্যে সাময়িকীটি বৌদ্ধ জনগোষ্ঠীর কাছে বেশ সমাদৃত হয়েছে।ত্রৈমাসিক বিবর্তন সমাজ, ধর্ম ও নানা অনিয়ম, অনাচারের এর বিরুদ্ধে বরাবরই সোচ্চার ভুমিকা রেখে আসছে। বৌদ্ধ ধর্মের সঠিক দিকটা তুলে ধরতে ত্রৈমাসিক বিবর্তন আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বৌদ্ধ সমাজ ভাবনা নিয়ে আরও ভালো লেখা চায়। বৌদ্ধ আইন নিয়ে ভাবতে হবে। এই নিয়ে বিস্লেষনধর্মী যুক্তি সংগতলেখা আশা করি। সব ভয় ভীতি তোষামোদির উধে থেকে বিবর্তন সামনের দিকে এগিয়ে যাবে।
জয়তু বিবর্তন ।
সুচরিতা বড়ুয়া
সিনিয়র রুম এডিটর
বাংলাভিশন, ঢাকা।