ত্রৈমাসিক বিবর্তন বৌদ্ধ ধর্মীয় প্রকাশনার একটি তথ্য সমৃদ্ধ নাম। ইউরোপ তথা বিশ্বের প্রতিদিনের ভাল মানের সংবাদ গুলো তাৎক্ষনিক পরিবেশনার ভাস্বর ভান্ডার ত্রৈমাসিক বিবর্তন। বর্তমানে এর অনলাইন ভিত্তিক ক্রিয়া কলাপ মুহূর্তেই যেমন সহস্রাধিক পাঠক মহল নাগালে পায় তেমনি এর প্রিন্টেট ভার্সন ও সকলের কাছে সমধিক সমাদৃত।
ত্রৈমাসিক বিবর্তনের এক দশক পূর্তিতে দাঁড়িয়ে আশা করব আগামী অনেক গুলো দশক জুড়ে সৃষ্টিশীল কার্যকলাপের মাধ্যমে সকলের হৃদয়ে বেঁচে থাকুক ত্রৈমাসিক বিবর্তন।
ভদন্ত জ্যোতিসার থের
প্রতিষ্ঠাতা পরিচালক
কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশান সেন্টার, ফ্রান্স।