বর্তমান সময়ে অনেকগুলো বৌদ্ধ পত্রিকা প্রকাশিত হয় কিন’ বিগত পাঁচ বছর আগের কথা চন্তিা করলে দেখা যায় প্রক্ষোপট এরকম ছিল না। গুটি কয়েক পত্রিকা প্রকাশিত হত- যেসব পত্রিকাগুলোতে বৌদ্ধদের বিভিন্ন সংবাদ, প্রবন্ধ, কবিতা ইত্যাদি প্রকাশ পেত। “বিবর্তন” সেই সব পত্রিকাগুলোর মধ্যে অন্যতম। দশ বছর ধরে একটি পত্রিকা বিশেষ করে বৌদ্ধ পত্রিকা প্রকাশ করা সহজ বিষয় নয়। এই কষ্টসাধ্য কাজটি সম্পাদন করার জন্য “বিবর্তন” সংশিস্নষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে এই আশাবাদ ব্যক্ত করবো নির্দিষ্ট কোন ব্যক্তি কিংবা সংগঠনের লেজুড়বৃত্তি না করে সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে প্রকাশ করে “বিবর্তন” এগিয়ে যাবে বীরদর্পে।
উজ্জ্বল বড়ুয়া বাসু
সরকারী কর্মকর্তা, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
হাইকোর্ট বিভাগ, ঢাকা।