’ত্রৈমাসিক বিবর্তন’ বর্তমান সমাজ ব্যবস্হায় বৌদ্ধ কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতির কিছু কিছু বস্তনিষ্ট বিষয় প্রকাশ হচ্ছে বলে সাধারণ পাঠক সমাজ ভালই উপকৃত। এ প্রচার মাধ্যমে ধর্মদানের আনিসংস পুণ্য সম্পাদক, প্রকাশকসহ সংশ্লিষ্ট সকলে এবং পাঠক সমাজ উভয়ই লাভ করছেন। তাই সকলে ‘ধর্মরসে সিক্ত’ হয়ে সমাজ বিবর্তনের ধারায় আলোয়-আলোকিত হোক। এ প্রত্যাশা রইলো।
অনুজ কুমার বড়ুয়া,
উর্ধতন সহ-সভাপতি, চট্রগ্রাম ফটোগ্রাফিক সোসাইটি।