সাগর বড়ুয়া টিপলু: ২২ই ডিসেম্বর রোজ শুক্রবার পার্বত্য জেলা বান্দরবনে ১৩৯ তম রাজপূন্যাহ কে ঘিরে লোকজ মেলা ও শিষ্য-শিষ্যা মহাসম্মেলন এ ঠেগরপুনি শাক্যমুনি যুব সংঘের উদ্যেগে সীবলী পুজা অনুষ্ঠিত হয়।
দৃষ্টিনন্দন পুজা গুলো দেখতে চাকমা রাজা থেকে শুরু করে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমাগম ঘটে।অনেকেই বলেন তাদের নিজ অস্তিত্বের সাথে মিশে আছে এই মেলা।যেই মেলা আজ পা দিলো ১৩৯ তম বছরে।প্রতিবছর মেলা যায় মেলা আসে,কিন্তু স্মৃতিটা থেকে যায় আজীবন।এই মেলাকে কেন্দ্র করে যে ধর্মীয় সভার আয়োজন করা হয় সেই ধর্মীয় সভায় আজ বর্ণিল সাজে অনুষ্ঠান কে আরো সৌন্দর্যপুর্ণ করতে আয়োজন করা হয় সীবলী পুজা।এই সীবলী পুজা গুলো তৈরি করতে নির্গুম রাত্রি পর্যন্ত কঠোর পরিশ্রম করে গেছেন ঠেগরপুনি যুব সংঘের সদস্যরা।পুজা তৈরি করার পর ধর্মীয় সভায় উৎসর্গ করা হয় এই দৃষ্টিনন্দন পুজা গুলো।