নিজস্ব প্রতিবেদকঃ
ফটিকছড়ি থানার অর্ন্তগত ফরাঙ্গীরখিল গৌতম মুনি বিহার প্রাঙ্গনে আজ শুক্রবার দুপুর ২ ঘটিকার সময় ড.এফ.দীপংকর মহাথেরো,র একক সদ্ধর্ম দেশনা, গণপ্রব্রজ্যা, সাধু সাধুনীগনের ধূতাঙ্গ অধিষ্টান ও মহা সংঘদান অনুষ্টান উদযাপিত হয়েছে।
এ বর্ণিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ভদন্ত সুমনাতিষ্য মহাস্থবির,মহাসচিব,অষ্টগ্রাম ভিক্ষু সমিতি, ফটিকছড়ি।প্রধান অতিথি ছিলেন,লায়ন আদর্শ কুমার বড়ুয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান,বাংলাদেশ বৌদ্ধ সমিতি।সংবর্ধিত অতিথি হিসেবে ,বাবু কাজল কান্তি বড়ুয়া,সহকারি পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। বিশেষ অতিথি ,বাবু রনজিত বড়ুয়া,সাবেক ওসি পাহাড়তলী থানা, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ। বাবু বিদ্যুৎ বড়ুয়া ওসি তদন্ত ফটিকছড়ি থানা, চট্টগ্রাম জেলা পুলিশ। সদ্ধর্মদেশক হিসেবে, ভদন্ত বিজয়ানন্দ স্থবির, দপ্তর সম্পাদক, সংঘরাজ ভিক্ষু মহামন্ডল,ভদন্ত ধর্মবোধি স্থবির প্রমুখ।উক্ত অনুষ্টানে উদ্ভোধনী সংগীত পরিবেশন করেন,শিল্পী পরিতোষ বড়ুয়া,উদ্ভোধনী বক্তব্য দেন লায়ন নিপু কান্তি বড়ুয়া।
সদ্ধর্ম দেশনায় ড.এফ. দীপংকর মহাথেরো বলেন,ভোগে দুঃখ ত্যাগে সুখ, বৌদ্ধ বলেছেন, ভোগে দুঃখ বেশী তাই সকল মানুষকে বৌদ্ধের নীতিতে পথ চলতে হবে সকল বৌদ্ধজাতিকে। তিনি আরও বলেন,পৃথিবীর কোন র্ধমে হিংসা নেই তাই পৃথিবীতে কোন ধর্ম বিভক্ত নয় আমরা মানুষরাই বিভক্ত,মানুষের মাঝে হিংসা বিরাজ করছে, মন থেকে হিংসা লোভ, অহংকার থেকে দুরে থাকতে হবে। তাহলে দুঃখ থেকে মুক্তি পাওয়া যাবে।