প্রতি বছরের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় বৌদ্ধ ছাত্র-ছাত্রীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় শিক্ষায় আলোকিত করার জন্য সাইংয়োজাইং সংঘের পরিচালনায় পার্বত্য বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদে ব্যবস্থাপনায় খাগড়াছড়িরর ৫ টি কেন্দ্রে ২৩/১২/১৬ তারিখে বৌদ্ধ ধর্মীয় সাধারণ জ্ঞান পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত। উক্ত পরীক্ষা ৫ টি কেন্দ্রে ৫ম শ্রেনী হতে ১০ম শ্রেনী পর্যন্ত প্রায় ১০০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। মানিকছড়ি, গুইমারা, ডেবলছড়ি ও মাটিরাঙ্গায় সকাল ৯:০০ টায় হতে শুরু হয়ে ১২ টা পর্যন্ত এবং খাগড়াছড়ি জেলায় বিকাল ১:৩০ মিনিটে হতে শুরু হয়ে ৪:৩০ মিনিটে শেষ হয়। আগামী ২৭ /০১/১৭ পরীক্ষা ফলাফল, সনদপত্র ও এককালীন ধর্মীয় বৃত্তি প্রদান হবে।
বার্তা প্রেরক জ্যোতিশ্রী ভিক্ষু, সাধারণ সম্পাদক, সাইংয়োজাইং সংঘ।
প্রেস বিজ্ঞপ্তি