সুমন বড়ুয়া
অসহায় মানুষের পাশে, আমরা আছি। এই শ্লোগানকে সামনে রেখে যারা শীতে কষ্ট পাচ্ছে, যারা একটু সাহায্যের আশায় সকলের পানে চেয়ে থাকে এমন অসহায় হতদরিদ্রের মানুষের পাশে দাঁড়িয়ে ত্রিরত্ন সংঘ,রামু শাখা।গত ২১/১২/২০১৬ইং তারিখ ত্রিরত্ন সংঘ রামু শাখা কতৃর্ক রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণের অনুষ্ঠিত হলো শীত বস্ত্র বিতরণ ও আলোচনা সভা।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ রামু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জনাব ইউনুচ রানা চৌধুরী, উদ্ভোদক ছিলেন রামু কেন্দ্রীয় সীমা বিহাবের সাধারণ সম্পাদক বাবু তরুণ বড়ুয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামু কলেজের অধ্যাপক আবু তাহের, রামু সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক বাবু তপন মল্লিক, খিজারী আআদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজরিন আক্তার মেরি, রামু বিমুক্তি বিদর্শন ভাবনা কেন্দ্রের সাধারণ সম্পাদক বাবু সিপন বড়ুয়া, গণমাধ্যম কর্মী বাবু অর্পন বড়ুয়া সহ আরো মান্যগণ্য ব্যক্তিগণ।সভায় সভাপতিত্ব করবেন,ত্রিরত্ন সংঘ রামু শাখার সভাপতিঃ-বাবু প্রীয়ম বড়ুয়া রক্তিম। সঞ্চালনায় ছিলেন প্রসিত বড়ুয়া জয়।উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি, উদ্বোধক ও বিশেষ অতিথি সকলে ত্রিরত্ন সংঘ রামু,শাখার এমন মহৎ কাজের প্রশংসার করে বলেন,ত্রিরত্ন সংঘ রামুশাখা সদস্যরা পড়ালেখার পাশাপাশি তারা যে সামাজিক কাজগুলো করে যাচ্ছে তা সত্তি অকল্পনীয়। সুন্দর পৃথিবী গড়তে ত্রিরত্ন সংঘ,রামু শাখা থেকে আমাদের সকলের অনেক কিছু শিখার আছে। তারা আরো বলে এই এক ঝাঁক তরুণই আগামী দিনের পথপদর্শক হয়ে সকলের আলোর পথ দেখাবে।
এই আলোচনা শেষে শতাধিকের বেশি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।