মহামান্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ২৮তম সংঘনায়ক, অনাথপিতা,মানবতাবাদী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শুদ্ধানন্দ মহাথের মহোদয় সম্প্রতি থাইল্যান্ড রাজার সবো’চ্চ এ্যাওয়ার্ড ” ফ্রা বিশুদ্ধিবংশ”
‘(award’PHRAVISUTTHIWANGSA ‘) অর্জন করেছেন। এ সময় থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুনা তাসনীম সহ গন্যমান্য ব্যাক্তিবগ’ উপস্থিত ছিলেন।