শিশুসাহিত্যিক-সাংবাদিক বিপুল বড়ুয়া লেখালেখির জন্য চিটাগাং মিডিয়া ক্লাবের ‘চিটাগাং এন্টারটেইনার অ্যাওয়ার্ড’ লাভ করছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাবাদের ল্যান্ড মার্কে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হবে।
তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন পত্রপত্রিকা ও সাময়িকীতে ছোটদের পাশাপাশি বড়দের জন্যও গল্প, প্রবন্ধ, ছড়া-কবিতা, ফিচার লিখে আসছেন।
ইতোমধ্যে তার তিনটি বই প্রকাশিত হয়েছে। সেগুলো হচ্ছে ‘নীলক্ষেতের দুপুর’, ‘নোটন নোটন’ ও ‘জেম সাহেবের বেল’।
বিপুল বড়ুয়া লেখালেখির জন্য পেয়েছেন গণগ্রন্থাগার পুরস্কার, পলগ সাহিত্য পুরস্কার, পালক অ্যাওয়ার্ড-ঢাকা, কথন সাহিত্য পুরস্কার, শিশুদের পাঠশালা সাহিত্য সম্মাননা, কবি ওহীদুল আলম শিশুসাহিত্য সম্মাননা।
ফটিকছড়ির সন্তান বিপুল বড়ুয়া কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোতে বার্তা বিভাগে কর্মরত।