মৃনাল কান্তি বড়ুয়া
আগামী ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার ঐতিহ্যবাহী রুদুরা আনন্দ নিকেতন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে রুদুরা বুদ্ধানন্দ ধর্মমিত্র বৌদ্ধ ভিক্ষু শ্রামণ প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্র’র ১ম বর্ষ পূর্তি উদযাপন, সংবর্ধনা ও সূত্রপাঠ প্রতিযোগিতা ।
উক্ত অনুষ্ঠানে তালসরা মুৎসুদ্দীপাড়া বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনমিত্র মহাস্হবির সভাপতি হিসাবে, সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাকুর বিহারের অধ্যক্ষ অনুরুদ্দ মহাস্হবির প্রধান অতিথি হিসাবে, ভান্ডারগাঁও তিরতন বিহারে অধ্যক্ষ ভদন্ত জ্ঞানরক্ষিত মহাস্হবির বিশেষ অতিথি হিসাবে, তালসরা আনন্দরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনরতন থের উদ্ধোধক হিসাবে , বড়িয়া মনোরঞ্জন বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাস্হবির প্রধান আলোচক হিসাবে,নাইখাইন সন্তোষ বিহারের অধ্যক্ষ ভদন্ত জিনপ্রিয় স্হবির, কর্তালা বেলখাইন সদ্ধর্মলংকার বিহারের আবাসিক ভদন্ত সুমনতিষ্য ভিক্ষু আলোচক হিসাবে উপস্হিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়াও ১ম বর্ষ পূর্তি উপলক্ষে ০৪ জন সাংঘিক ব্যক্তিত্ব ও ০৪ জন সমাজসেবককে সংবর্ধনা প্রদান করা হবে।
সংবর্ধিতরা হচ্ছেন যাঁরা -০৪ জন সাংঘিক ব্যক্তিত্বগণ ঃ – ভদন্ত শাসনমিত্র মহাস্হবির(মুৎসুদ্দীপাড়া),বোধিমিত্র স্হবির(পাথরঘাটা,চট্রগ্রাম),শীলরত্ন স্হবির,ভদন্ত আলোকমিত্র থের (বাংলাদেশ বৌদ্ধ সেবাসদন),
০৪ জন সমাজসেবকগন ঃ- ডাঃ বিমলেন্দু বড়ুয়া(বড়িয়া) শিশুমিত্র বড়ুয়া(কানাইমাদারী) অরুন বড়ুয়া দেবু(মৈতলা) রঞ্জন বড়ুয়া (চেনামতি),ইন্দসেন বড়ুয়া ও মৃনাল কান্তি বড়ুয়া (ভান্ডারগাঁও)।
কেন্দ্রে’র প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত বোধিরতন মহাস্হবির মহোদয় উক্ত মহতী পূণ্যানুষ্ঠানে সকল ধর্মপ্রাণ সুধীজনকে উপস্হিত হওয়ার জন্য বিশেষ আহবান জানিয়েছেন ।