বৈরী সময়ের ঘূর্ণিতায়, প্রদীপ জ্বলে আলোর আশায় ধর্মের নামে মানুষ হত্যা অজ্ঞানতার বৈরী মাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ২৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে ” রাজ্য কেবল ধর্ম, গোষ্ঠী , বর্ণ , লিঙ্গ বা জন্মস্থানের কারণে কোন নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না ” ধর্ম যার যার রাষ্ট্র সবার এই সত্য টুকু সাংবিধানিক অর্থে প্রতীয়মান হলেও বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এর অবস্হান অতিকতর নাজুক। আমরা যারা এই সমাজে বাস করছি আমাদের সকলের নিরাপত্তা এখন প্রশ্নবিদ্ধ! নির্যাতিত, শোষিত ,অত্যাচারিত, ধর্ষিত নামক শব্দগুলো এইটায় প্রমাণ করে। গত কয়েক বছর ধরে কিছু জঙ্গী সংগঠন বৌদ্ধ ভিক্ষু, ভিনদেশী, ব্লগার এবং হিন্দু পুরোহিত কে নির্মমভাবে হত্যা করেছে। কেন এই হত্যা ? তাহলে কি এই হত্যা সংখ্যালঘু বিতাড়িত কর্মসূচি? নাকি আমাদেরকে পুঞ্জীভূত করে নিজেদের স্বীয় স্বার্থ রক্ষার অস্তিত্বে সদা তৎপর? আজ আমরা সুশীল সমাজে নিজেদেরকে যতই সভ্য নাগরিক মনে করিনা কেন নিজের বুদ্ধি ও বিবেককে প্রশ্ন করলে চোখের সামনে সেটা দৃশ্যায়িত হয় আমরা কতটুকু অবহেলিত। আজকে এই আধুনিকতার যুগেও ধর্মান্ধতাকে পুঁজি করে কিছু ব্যক্তি স্বার্থ নিজেদের মুনাফা লুঠাচ্ছে। তারা মানুষের অজ্ঞানতাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। আসুন অন্ধ ধর্ম বিশ্বাসে বলিয়ান না হয়ে নিজ ধর্মের সঠিক আলোয় আলোকিত হই। মানুষের প্রতি মানুষের সদাচরণ, জীবনের প্রতি জীবনের —- এই সত্যকে উপলব্ধি করতে পারলেই মানব জন্ম সার্থক হবে। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে ভিন্ন ভিন্ন মত পরিহার করে টিকে থাকার লড়াইয়ে প্রকৃত বৌদ্ধ নীতি অনুসরণ করি মৈত্রী আর ক্ষমা গুণ দিয়ে এ কঠিনতম সময়ে। সময়ের বিবর্তনে দেখতে দেখতেই ত্রৈমাসিক বিবর্তনের ১০ বছর অতিক্রান্ত হল। ২০০৬ সালের ১৩ মে এক আগুন ঝরা দিনে প্রথম আত্মপ্রকাশ ঘটে । আমাদের মূল লক্ষ্য ছিল মানুষকে ধর্মদান করা। তাই বিনামূল্যে পাঠকের কাছে পৌঁছে দেয়ার জন্য আমাদের আপ্রাণ প্রচেষ্টা অব্যাহত ছিল। একটি সাময়িকী বের করার জন্য প্রবাসী এবং দেশের এক ঝাঁক কর্মঠ, নিবেদিত তরুণ কর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় দুঃসাধ্য কাজটুকু করে চলেছে আপনাদের প্রীতিসিক্ত হয়ে। আর এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ও বিশাল ভুমিকা রেখে চলেছে । এখন থেকে নিয়মিত আমাদের ওয়েব ভিজিট করেও সরাসরি দেখতে পারবেন। শুরু থেকে যারা আমাদের সাথে ছিলেন, এখনও আছেন সকলের কাছে দায় স্বীকার করছি। সকলের জয় হোক, আনন্দলোকে মংগলালোকে। সকলের জয়মংগল হোক।