ভক্তের আহবান
সুপক বড়ুয়া
ওহে ভগবান,
করুণা সিক্তির আহবান।
ভক্তি যুক্ত মনে,
শ্রদ্ধার্ঘ্য তোমার চরনে দানে।
ক্ষমা করিও মোরে,
সর্ব দু:খ,সর্ব পাপ যেন হরে।
কর সর্ব জীবে দয়া,
বিনীত,অধম আমি বলিয়া।
অবান্তরে যদি কোন,
আমাতে কেউ কষ্ট লাভ করে।
এহেন ভুলের অনু:সুচনা,
করি আমি কায়,বাক্য,মনে।
জ্ঞাতে হোক বা অজ্ঞাতে,
পর নিন্দা নাহি যেন জাগে।
সম্যক চেতনা শীল হই
যেন পঞ্চ গুন প্রতিপালনে।
মুছে যাক শত গ্লানি,
সুখী হোক,আছে যত প্রানী।