ফ্রান্সে ফরাসী নাগরিকের উপসম্প্রদা গ্রহন
রাসেল বড়ুয়া
বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত ফরাসী নাগরিক ডেভিড জুলিয়ান গত ১৮ নভেম্বর রবিবার ফ্রান্সের সেইন্ট ডেনিসস্থ কুশলায়ন বুড্ডিষ্ট মেডিটেশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে প্রব্রজ্যা এবং পরে উপসম্প্রদা গ্রহন করেন।
তার নামকরন করা হয় মেত্তা জ্যোতিঃ ভিক্ষু।
বিশেষ সুত্রে জানা যায় তার পরিবার ও বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগী হয়ে ওঠেন। তার সর্বশেষ প্রতিফলন এ শুভ উপসম্প্রদা।
এই পবিত্র ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে পন্ডিতপ্রবর ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথের, ভদন্ত জ্যোতিঃসার থের সহ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, ডেভিড জুলিয়ানের মা-বাবা, বোন এবং এই মন্দিরের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন ।