তোমারে জানাই প্রণতি
রুমি চৌধুরী
তিমির ধ্বংস করে, আলোর সম্ভারে
এসেছ হে বিশ্বাধিপতি
এ করুণ সংসারে, কেমন উপাচারে
জানাবো তোমারে প্রণতি।
বর্ষাবাসের শেষে, প্রবারণা এসে
জাগায় পূণঃ বিশ্ব- সম্প্রীতি
তোমারই স্মরণে, আনন্দিত মনে
গেয়ে চলি শুভ জয়গীতি।
তাবতিংস হতে, স্বর্গীয় সেই রথে
এসেছ সাফল্যশিখরে
মাতৃদেবীর কাছে, মুক্তিদেশনা রচে
ফিরিলে সাংকাশ্য নগরে।
তোমার বাণী বাজে, শিষ্যগণের মাঝে
দিকে দিকে ধর্মপ্রচারে
সেই সে শুভ স্মৃতি, প্রাণে জাগায় প্রীতি
স্মরণ করি শীলের আচারে।
কুশল কাজের বরণ, অকুশলের বারণ
এই হোক হৃদয়ের পূণ্যশপথ
হে তাপস জ্যোতির্ময়, নিত্য নিঃসংশয়
পূর্ণ গৌরবে চলে তব রথ।