ইটালীর ভেনিসে সংঘদান অনুষ্ঠিত
ইটালী ভেনিসস্থ বাংলাদেশ বুড্ডিষ্ট কমিউনিটি ওয়েলফেয়ার এসোসিয়েশানের উদ্যোগে গত ১৮ নভেম্বর রোজ রবিবার সকালে অষ্টপরিস্কার সহ সংঘদান উপলক্ষ্যে বিশ্বের সুখ শান্তি কামনায় পিন্ডদান,অষ্টপরিস্কার সহ মহাসংঘদান অনুষ্ঠিত হয় ।
শ্রীলংকান বৌদ্ধ ভিক্ষু ভদন্ত পানারত্না নায়ক থের মহোদয়ের সভাপতিত্ব্বে সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত প্রিয়দর্শী থের ভদন্ত অনুরোদ্ধ থের , ভদন্ত সেইউন প্রমুখ। উক্ত আয়োজিত অনুষ্ঠানে ভেনিসে অবস্থানরত বাংলাদেশী বৌদ্ধ অভিবাসী ধর্মপ্রাণ বৌদ্ধ নর-নারী উপস্থিত ছিলেন।
দেশের আলোকিত সূর্য সন্তানরা বর্তমানে সুদূর প্রবাসে অবস্থান করে সংগঠন সৃষ্টি করে নিজেদের চেতনাবোধ থেকে তারা ধর্মীয় তথা সামাজিক কর্মকান্ড দায়িত্ববোধের সাথে সম্পন্ন করে যাচ্ছে। যা সাধুবাদ পাবার যোগ্য।