আমাদের বাতিঘর
অভিজিত বড়ুয়া বিভু
বর্ণবৈষম্য গোঁড়ামি নাই
পশু বলির নাই প্রথা,
গৌতম বুদ্ধের বৌদ্ধ ধর্মে
মানবতার সব কথা।
শুধু কি মানুষ সকল প্রাণী
মিলন মৈত্রী গাঁথায়,
নীতি কর্মে অহিংস ধর্মে
মুক্ত বিনা বাধায়।
বুদ্ধের ধর্মে বর্ণনা আছে
সহজ সরল যুক্তি,
ঈশ্বর নয় মানুষই পারে
মানুষে দিতে মুক্তি।
তাই আমাদের লক্ষ্য হউক
আপন কি জ্ঞাতি পর,
কথা ও কাজে বুদ্ধ দর্শনই
আসল বাতিঘর।